শিশুর জন্য (FOR CHILDREN)

ভূমিকা:

শিশু অধিকার সুরক্ষায় ব্যাপকহারে সচেতনতা তৈরির লক্ষ্যে সকল পক্ষের মধ্যে জনসংযোগ সৃষ্টির করার জন্য একটি বিশেষ ফোরাম ‘শিশুর জন্য’

প্রাথমিকভাবে ‘শিশুর জন্য’ ফোরাম, শিশু অধিকার ও সুরক্ষায় নিয়োজিত কয়েকটি উন্নয়ন সংস্থাকে সাথে নিয়ে গঠন করা হয়েছে যেখানে রয়েছে এক রঙা এক ঘুড়ি, স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন, অপরাজেয়-বাংলাদেশ এবং গুড নেইবারস বাংলাদেশ

‘শিশুর জন্য’ এই ফোরাম সকল শিশুর জন্য সমান অধিকার নিশ্চিতকরণে কাজ করবে, যেখানে শিশু অধিকার সুরক্ষায় সকল শ্রেণী পেশার মানুষকে বিশেষ করে সমাজে উচ্চ মর্যাদা সম্পন্ন শ্রেণীকে যুক্ত করা হবে, একক নয় কিন্তু সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে শিশু সুরক্ষায় কাজ করবে এবং শিশু অধিকার সুরক্ষায় ব্যাপকহারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় পর্যায়ে জনসংযোগ করবে।

একটিভিটি সমূহ

Concert for Child শিশুর কী প্রয়োজন?